রাজশাহীতে সরকারি বাসা থেকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানায়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, নগরীর রাজপাড়া থানার হেলেনাবাদ সরকারি কোয়ার্টার থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাত সাড়ে ৩টার দিকে ওই কোয়ার্টারে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।